Ticker

6/recent/ticker-posts

সংবি'ধান কে ক'বর দেওয়ার কথা বললে কষ্ট লাগে লাগে । মি'র্জা আ'ব্বাস


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, "শহীদের রক্ত দিয়ে লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে।"


তিনি বলেন, "সংবিধানে যদি খারাপ কিছু থাকে, তা সংশোধন করা যেতে পারে। তবে সংবিধানকে কবর দেওয়ার কথা বলা ঠিক নয়।"


মির্জা আব্বাস আরও বলেন, "১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার সঙ্গের অনেক সহকর্মী, বন্ধু-বান্ধব মারা গেছে। শহীদের রক্ত দিয়ে লেখা যে সংবিধান, সেটিকে যখন কবর দেওয়ার কথা বলা হয়, তখন আমাদের কষ্ট লাগে।"


তিনি বলেন, "সংবিধানকে সংশোধন বা পুনর্লিখন করা যেতে পারে। তবে কবর দেওয়ার কথা বলা ঠিক নয়। এগুলো ফ্যাসিবাদের ভাষা।


 

Post a Comment

0 Comments